ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
আপডেট : ৩১ জানুয়ারি, ২০২১ ১১:১৫

পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার সেমিফাইনাল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার সেমিফাইনাল অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মরহুম জহিরুল হক খসরু মাস্টার চ্যারিটেবল ট্রাস্ট-এর উদ্যোগে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা-২০২০ এর সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত প্রতিযোগিদের বিশুদ্ধ কোরআন তেলাওয়াতে মুখরিত হয়ে উঠে। উপজেলার ১১টি ইউনিয়ন ১টি পৌরসভাসহ ৬৫টি প্রতিষ্ঠান থেকে ২য় রাউন্ডের বিজয়ী ৪০জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এতে বিজ্ঞ বিচারকগণ ফাইনাল পর্বের জন্য ১১জনকে ইয়েস কার্ড প্রদান করেন।

ইয়েস কার্ড পাওয়া সুপার ১১নিয়ে শীঘ্রই ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে। চ্যারিটেবল ট্রাস্ট এর প্রধান নিবার্হী মোঃ রিফাতুল হক ও সিটিভির সিইও রবিন সাইফ-এর সার্বিক তত্ত্বাবধানে এবং ট্রাস্টের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে জনতা ব্যাংকের ব্যবস্থাপক আশরাফুল হক ও সাধারণ সম্পাদক মিন্টু মিয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর- শিফাতুল হক শিবলী।সার্বিক সহযোগিতায় ছিলেন, ডাক্তার নুরুল হুদা, রাকিবুল হাসান, মোজাহিদুল ইসলাম, লুৎফর রহমান, মাহমুদ ইমন, শফিউল্লাহ অপন, মহসিন খান, কামরুজ্জামান, আলমগীর হোসেন, বাবুল হোসেন, রকিব উদ্দিন খান, লেলিন, নজরুল ইসলাম কাজল, সুমন খান সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। বিচারিকির দায়িত্ব পালন করেন, তেজগাঁও- বায়তুস সালাত জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা লিয়াকত আলী, তেজগাঁও হাজি আব্দুল মিয়া ইসলামিয়া ও আর-রউফ মহিলা মাদ্রাসার শিক্ষক হাফেজ ক্বারী মো. মনির হুসাইন, বীকন গ্রুপ মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি কামাল উদ্দিন।

উপরে