ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
আপডেট : ১৯ জানুয়ারি, ২০২১ ১৫:০৫

প্রচন্ড ঘন কুয়াশা আঁধারে ছেয়ে গেছে বাঘাইছড়ি।

অনলাইন ডেস্ক

প্রচন্ড ঘন কুয়াশা আঁধারে ছেয়ে গেছে বাঘাইছড়ি।

গত কয়েকদিন থেকে শীতের তীব্রতা প্রায় কমে গিয়েছিল। তবে পুনরায় তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত। চলতি মাসের শেষ দিকের শৈত্যপ্রবাহের কবলে সারা দেশ।

আজ (১৯ জানুয়ারী) মঙ্গলবার ভোর রাত থেকেই প্রচন্ড কুয়াশায় আঁধারে ছেয়ে গেছে বাঘাইছড়ি উপজেলা ও পার্শ্ববর্তী এলাকাগুলি। প্রচন্ড ঘন কুয়াশা সেইসঙ্গে শিরশির বাতাসে ছেয়ে যায় পুরো এলাকা। শীতে অসহায় গরীব মানুষগুলী খুবই সমস্যার মধ্যে শীতের কষ্ট ভোগ করে রাত পার করছে, এছাড়াও যানবাহন অটো রিকশা ভ্যান মটরসাইকেল ইত্যাদি চালকরা খুবই সমস্যার মধ্যে আছেন, কুয়াশায় রাস্তার সামনের কিছু দেখা যায় না। ঠান্ডায় গাড়ি চালানো খুবই কষ্টকর ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এসব চালকদের। অনেক বেলা হলেও শহর বাজারে মানুষের উপস্থিতি তুলনামূলক কম হওয়ায় ব্যাবসায়ীদের ও বেচা কেনা অনেক কম। এছাড়াও অনেক বেলা হলেও রাস্তার ধারে মোড়ে বাড়িতে অনেকে একত্রিত হয়ে আগুন পোহাতে দেখা গেছে

উপরে