ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
আপডেট : ১২ ডিসেম্বর, ২০২০ ১৯:০৬

বাংলাদেশ পৃথিবীর বুকে সমৃদ্ধশালী দেশ হিসেবে এগিয়ে যাচ্ছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ পৃথিবীর বুকে সমৃদ্ধশালী দেশ হিসেবে এগিয়ে যাচ্ছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী


বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন এলাকায় চন্দ্রমোহন দাখিল মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন ও চন্দ্রমোহন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের উদ্বোধন হয়েছে। 
শনিবার বেলা ১২টায় এ উপলক্ষ্যে মাদ্রাসা প্রাঙ্গনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক এমপি। 
চন্দ্রমোহন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মতিউর রহমান সরদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, স্থানীয় সরকার প্রকৌশল অদিপ্তরের নির্বাহী প্রকৌশলী শরীফ মো. জামাল উদ্দিন এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান। 
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক এমপি বলেন, বাংলাদেশ পৃথিবীর বুকে সমৃদ্ধশালী দেশ হিসেবে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করেছে। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দক্ষিণাঞ্চলের উন্নয়ন হয়। দক্ষিণাঞ্চল দিন দিন উন্নতি লাভ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া বাংলাদেশে কোন বিকল্প নেতা নেই। শেখ হাসিনা ক্ষমতায় আসার আগে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিলো ৩ থেকে ৪ বিলিয়ন ডলার। শেখ হাসিনার ক্ষমতামলে এখন দেশে বৈদেশিক রিজার্ভের পরিমাণ ৪২ বিলিয়ন ডলার। 
প্রতিমন্ত্রী আরও বলেন, পদ্মা সেতু, পায়রা বন্দর, বরিশালে ফোরলেন, রেললাইন, বিদ্যুৎ কেন্দ্রসহ মেগা সব প্রকল্প হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। তিনি শেখ হাসিনা সরকারের ধারাবাহিকতা রক্ষায় সকলের প্রতি আহ্বান জানান। 
পরে প্রতিমন্ত্রী চন্দ্রমোহন দাখিল মাদ্রাসার ভিত্তিপ্রস্থর স্থাপন এবং চন্দ্রমোহন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের উদ্বোধন করেন। ৮৫ লাখ টাকা ব্যয়ে মাদ্রাসা ভবন নির্মান করা হচ্ছে। সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণে ব্যয় হয়েছে ৮৮ লাখ টাকা। 

উপরে