ঢাকা, শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২০ ১৭:৫৪

গলাচিপায় বিষ প্রয়োগে মাছ মেরেছে দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক
গলাচিপায় বিষ প্রয়োগে মাছ মেরেছে দুর্বৃত্তরা


পটুয়াখালীর গলাচিপায় পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। ভুক্তভোগীর দাবি, এতে তার প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।  
মঙ্গলবার রাতে উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নে লামনা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নে লামনা গ্রামের মোছলেম হাওলাদার দীর্ঘদিন ধরে নিজস্ব ৩০ শতকের পুকুরে মাছ চাষ করে আসছে। প্রতি দিনের মতো তিনি সকালে পুকুরে মাছের খাবার নিয়ে গেলে মাছ মরে ভেসে উঠতে দেখেন।
মোছলেম হাওলাদার জানান, পুকুরে কে বা কারা বিষ দিয়ে মাছ মারছে, তা আমি জানি না। আমি এখন পথে বসে গেলাম। এতে তার প্রায় তিন লাখ টাকা ক্ষতি হয়েছে। 
তিনি আরও জানান, মাছের পেছনে তার সব টাকা এবং ঋণের টাকা ব্যয় হয়েছে। তিনি এর বিচার ও ক্ষতিপূরণ চেয়েছেন।
বকুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু জাফর খান বলেন, মোছলেম হাওলাদারের পুকুরে বিষ প্রয়োগে মাছ মেরে ফেলার বিষয়টি তিনি শুনেছেন।

উপরে