ঢাকা, শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
আপডেট : ৯ আগস্ট, ২০২০ ২০:১২

সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু


নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক কাজ করতে গিয়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার সকালে নগরীর আকবর শাহ থানাধীন বিশ্বকলোনী এলাকায় একটি নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন- মো. রায়হান এবং রাজু। এদের মধ্যে রায়হানের বয়স ২৭ বছর এবং রাজুর বয়স ৩০ বছর। তাদের দুজনের বাড়ি নোয়াখালী বলে জানা গেছে।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের অফিসার মো. জাহিদ চৌধুরী বলেন, নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের ভেতরে কাজ করতে ওই দুই শ্রমিক ট্যাংকে নামেন। কিন্তু ট্যাংকের ভেতরে অক্সিজেন স্বল্পতার কারণে দমবন্ধ হয়ে অজ্ঞান অবস্থায় মারা যান। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করি। 
ট্যাংকের ভেতরে অক্সিজেন স্বল্পতার কারণে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীদেরও অক্সিজেন সাপোর্ট নিয়ে ভেতরে প্রবেশ করতে হয় বলে জানান এই কর্মকর্তা।
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ফায়ার সার্ভিসের সহায়তায় লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

উপরে