ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২১ ১৭:৩২

ভাষার কারণে গ্রামের সঙ্গে শহরের মানুষের ফারাক : পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
ভাষার কারণে গ্রামের সঙ্গে শহরের মানুষের ফারাক : পরিকল্পনামন্ত্রী

ভাষার কারণে দেশে গ্রামের মানুষের সঙ্গে শহরের মানুষের ফারাক বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। মঙ্গলবার (বিকেলে) রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনায় সভায় এ মন্তব্য করেন মন্ত্রী।

সাধারণত দেশের গ্রামাঞ্চলের মানুষেরা আঞ্চলিক ভাষায় কথা বলেন এবং শহরে যারা দীর্ঘসময় ধরে থাকেন তারা চলিত ভাষায় কথা বলেন। এ বিষয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘নিছক প্রয়োজনেই আমাদেরকে আমাদের ভাষায় ফিরে যেতে হবে। নাহলে আমাদের সঙ্গে আমাদের মানুষের সঙ্গে মানুষের যে ফারাক, এটা আরও বাড়তে থাকবে। এবং তাই হয়েছে। গ্রামের মানুষের সঙ্গে শহরের মানুষদের ফারাক এই দেশে প্রতিটি ক্ষেত্রে। এটা বাঞ্ছনীয় নয়। এর প্রধান বাধা আমাদের ভাষার ব্যাপারটি।’

এম এ মান্নানের বিশ্বাস, ‘আমরা যদি পুরোপুরি মাতৃভাষায় ফিরে যাই এবং মাতৃভাষাকে আমরা সামনে রাখি, তাহলে বোধহয় অনুন্নয়নের অনেকগুলো বিষয় আমরা মোকাবেলা করতে পারবো।’

মন্ত্রীর দাবি, ‘ভাষার সঙ্গে উন্নয়নের সরাসরি কো-রিলেশন নেই। আমার মনে হয়, এই ধরনের হীনমন্যতায় ভোগার কোনো প্রয়োজন ছিল না।’

উপরে